উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

তুমব্রু সীমান্তে বিজিপির ব্যাপক গুলিবর্ষণ

বিজিবির প্রতিবাদ, আতঙ্কে শূন্যরেখার রোহিঙ্গারা

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি থেমে থেমে গুলিবর্ষণ করেছে। যার ফলে শূন্যরেখায় অবস্থানকৃত সাড়ে চার হাজার রোহিঙ্গা আতঙ্কিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ১১০-১১২ রাউন্ড গুলিবর্ষণের কথা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি স্বীকার করেছে। গত ২৫ আগস্ট মিয়ানমার সেনা নির্যাতনের শিকার হয়ে তুমব্রু কোনাপাড়া শূন্যরেখায় সাড়ে ছয় হাজার রোহিঙ্গা অবস্থান করলেও বর্তমানে সাড়ে চার হাজার রোহিঙ্গা রয়েছে। শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ জানান, রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে তাড়িয়ে দিতে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মিয়ানমার বিজিপি দফায় দফায় গুলিবর্ষণ করেছে বিনা উসকানিতে।

কক্সবাজার ৩৪ বিজিপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমদ জানান, তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় মিয়ানমার বিজিপি মঙ্গলবার ভোররাতে ১১০-১১২ রাউন্ড গুলিবর্ষণ করেছে। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার জন্য বিনা উসকানিতে গুলিবর্ষণ করে থাকে মিয়ানমার বিজিপি। সীমান্ত এলাকায় পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিজিবির ওই কর্মকর্তা জানান, তুমব্রু সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close