গাইবান্ধা প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

গাইবান্ধায় ইসি সচিব

নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয়

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও ভালোভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তাই স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন সচিব বলেন, আগামী ২৭ জানুয়ারির স্থগিত গাইবান্ধা-৩ আসনটির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন যেমন দৃষ্টি রাখছে অন্যরাও একইভাবে নজর রাখছে। সুতরাং কঠোরভাবে সতর্ক থাকতে হবে যাতে কারো ভুলের কারণে কোনো বিতর্ক সৃষ্টি না হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close