নিজস্ব প্রতিনিধি

  ০৪ নভেম্বর, ২০১৮

নির্বাচন সুষ্ঠু করার জন্য সংলাপে বসেছি : প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভোটাধিকারের কথা চিন্তা করে সরকারি দলগুলোর জোট সংলাপে বসেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই, সকলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক।’ তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারুক, তাদের মন মতো সরকার বেছে নিক; সেই চিন্তাটা করেই কিন্তু আমরা সংলাপে বসেছি।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেল হত্যা দিবসে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এত অপমান, এত কিছুÑ সব সহ্য করেও আমরা শুধু দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের শান্তিতে থাকুক, দেশের মানুষ তার ভোটটা শান্তিতে দিতে পারুক। দেশের মানুষ তার মন মতো সরকার বেছে নিক, সেই চিন্তাটা করেই কিন্তু আমরা সংলাপে বসেছি। আলোচনা করেছি।’ ‘অধিকাংশ সময় তারাই কিন্তু কথা বলেছে। আমি কিন্তু একটা কথাও বলিনি। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত জোটের যারা তারা কথা বলেছেন। এরপর আমাদের পক্ষ থেকে কথা হয়।’

তিনি বলেন, ‘একেবারে সর্বশেষ সমাপ্তির জন্য যেটুকু বলার আমি শুধু সেই টুকু বলেছি- যে কোনটা আমরা করতে পারি, কোনটা নির্বাচন কমিশনের, কোনটা রাষ্ট্রপতির। অনেকগুলো দাবি আমরা মেনেও নিয়েছি।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে ঐক্যফ্রন্ট চিঠি দিল তারা আমাদের সঙ্গে দেখা করতে চান- আমি সঙ্গে সঙ্গে স্বাগত জানালাম। আমি অনেক ব্যস্ততার মাঝেও আপনারা দেখেছেন ময়মনসিংহ পাবলিক মিটিং করে এসেও আমরা আলোচনা করেছি।’

‘ইতোমধ্যে ঐক্যফ্রন্ট এবং যুক্তফ্রন্টের সঙ্গে মিটিং হয়ে গেছে। তারা আলাপ করতে চেয়েছে, সংলাপ করতে চেয়েছে আমরা করেছি। সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘তারা যে সকল দাবি দাওয়া দিয়েছেন, যেসব দাবি দাওয়া আমাদের পক্ষে পূরণ করা সম্ভব আমরা বলেছি সেটা করব।’

জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘যখন আলোচনা চলছে তখন দেখলাম আন্দোলনের কর্মসূচি দেয়। একদিকে আলোচনা করবে আর একদিকে আন্দোলনের কর্মসূচি দেওয়া, এটা কি ধরনের সংলাপ, কি ধরনের কথা, আমাদের কাছে এটা বোধগম্য নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close