প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিন : জাতিসংঘ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতাদেরকে রোহিঙ্গাদের পাশে থাকতে বলেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি। বালিতে এ অঞ্চলের ২৬টি দেশের নেতাদের অংশগ্রহণে ‘বালি প্রসেস’ এর সম্মেলনে এ আহ্বান জানান তিনি। খবর এপির।

ফিলিপো বলেন, গেল বছর মিয়ানমার থেকে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গাকে আরো সহায়তা ও সুরক্ষা দিতে হবে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানের আগ পর্যন্ত আপনাদের সরকারগুলোর উচিত বাংলাদেশের প্রতি সংহতি জানানো।’

রাখাইন স্টেটের সমস্যার একটি ভালো সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান ফিলিপো। যাতে রোহিঙ্গারা নিজ বাসভূমে ফিরে যেতে পারে এবং সেটা সম্মান ও নিরাপত্তার সঙ্গে।

২০১৬ সালে বালিতে ‘বালি প্রসেস’ এর সম্মেলনেও রাষ্ট্রহীন মানুষদের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে ‘বালি ঘোষণা’ গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তারা প্রথম দফায় গত শতাব্দীর ৯০-এর দশকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন, সংখ্যায় প্রায় তিন লাখ। এরপর গত বছরের আগস্টে কয়েক দফায় আসে প্রায় আট লাখ। এরা এসেছেন মিয়ানমারের সিনাবাহিনী এবং সে দেশের উগ্র বৌদ্ধদের নিধনযজ্ঞের শিকার হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close