নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৮

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১৯ জনকে দণ্ড

সড়কে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহনবিরোধী অভিযান চালিয়েছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। গতকল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ১৯টি মামলা ও ২ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, আদালত পরিচালনার সময় ১৯টি মামলায় ২ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়। বিশেষ করে গণসচেতনতার দিকে নজর দেওয়া হয়। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হওয়ার অপরাধে ২০ থেকে ৩০ টাকা করে ১৯ জনকে জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় ৩ জন চালককে বিভিন্ন সাজা দেওয়া হয়। সঠিক কাগজপত্র না থাকায় একটি বাস আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close