নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০১৮

ইতালিতে বাংলাদেশি নিহত আহত ২

ইতালির মিলান শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক স্বপন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মরক্কোর ২ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেদেশের স্থানীয় সময় রাত পৌনে ৩টা দিকে মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ মিলানের নিগোয়ারদা হাসপাতালে আছে। এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মনে আতঙ্ক বিরাজ করছে।

নিহত শমসুল হক স্বপনের (৩১) বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামে। সে আবদুল সালামের বড় ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি। মিলানে বসবাসকারী একাধিক বাংলাদেশি স্বপনের পরিবারকে গতকাল শনিবার এ প্রাণহানির খবর নিশ্চিত করেন। ইতালি প্রবাসী স্বপন ক্যাফে দান্তে মিলানো নামক এক রেস্টুরেন্টে কাজ করতেন। সর্বশেষ তিনি পিয়াচ্ছা দোমোর করদোসিওর এক রেস্টুরেন্টে কাজ করতেন।

স্বপনের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাইট ডিউটি করে আনুমানিক আড়াইটার দিকে বাসায় ফিরছিল স্বপনসহ তিনজন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রিনি পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে বাসার কাছাকাছি আসার পর চার সশস্ত্র ছিনতাইকারীর সামনে পড়ে তারা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা চেয়ে বলে, ‘আমরা জানি তোরা (দেশে পাঠানোর উদ্দেশ্যে) টাকা ড্রাফট করতে যাচ্ছিস।’ তিনজনের মধ্যে সবচেয়ে পুরনো ইতালি প্রবাসী স্বপনের প্রতিবাদ করে কথা বলতে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। নবাবগঞ্জ উপজেলার তিন প্রবাসী জানান, ছিনতাইকারীরা প্রথমে স্বপনের পাশ থেকে, পরে সামনে থেকে একাধিকবার ছুরিকাঘাত করে। স্বপন ঘটনাস্থলেই অচেতন হয়ে পরে। এ সময় সঙ্গে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়, তারা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মিলানে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালি প্রবাসী রাজীব হোসেন জানান, ইতালিতে রক্তের সম্পর্কের কেউ ছাড়া লাশ হস্তান্তর করে না কর্তৃপক্ষ। লাশ দেশে আনতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। স্বপনের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের কেউ মন্তব্য করার অবস্থায় নেই। স্বপনের কাকা ও স্কুল শিক্ষক হারুন অর রশিদ জানান, মাত্র এক বছরের বেশি সময় হলো স্বপন বিয়ে করেছে। এই মৃত্যুতে স্বপনের পরিবারের মতো আরো এক পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। স্বপনের বন্ধু রুবেল হোসেন জানান, চার-পাঁচ বছর সপরিবারে ইতালি প্রবাসী তার মামা শ্বশুর ফজলুর রহমান একইভাবে ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তার ক্ষতবিক্ষত শরীর বাড়ি থেকে দুই শতাধিক মিটার দূরে পাওয়া যায়। ইতালিতে প্রবাসী হত্যার ঘটনায় নবাবগঞ্জ উপজেলার ইতালি প্রবাসী পরিবারগুলো উদ্বিগ্ন রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist