নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০১৮

না.গঞ্জে র‌্যাবের অভিযান

ফ্ল্যাটে জাল টাকার কারখানা ৪২ লাখ টাকাসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকার জাল নোটসহ ভাইবোন পরিচয়ে দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ড্রাইপ্লেট, বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, টাকা প্রস্তুত করার কালি, কার্টিজ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ষষ্ঠ তলায় এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেনÑ মামুন ইসলাম (২১) ও কমলা বেগম (২৫)। তাদের দুজনেরই বাড়ি বাগেরহাট জেলায়। অভিযানের সময় তারা নিজেদের ভাইবোন পরিচয় দিয়েছেন। বাড়িওয়ালা ফেরদৌস সরকার বলেন, ‘আমিসহ পরিবারে আমাদের আরেকটি বাড়িতে বসবাস করি। ষষ্ঠ তলার বাড়িটি ভাড়া দেওয়া। চার মাস আগে ষষ্ঠ তলার ডানপাশের একটি ফ্ল্যাট ইউনুছ ফয়সাল নামে এক ব্যক্তি গেঞ্জি ব্যবসায়ী পরিচয় দিয়ে ভাড়া নেন। ভাড়াটিয়া ফরম পূরণের মাধ্যমে তাদের ভাড়া দেওয়া হয়েছে। র‌্যাব সেই ফ্ল্যাটেই অভিযান চালিয়ে দুজনকে জাল টাকাসহ আটক করেছে।’

র‌্যাব-২-এর সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সকাল থেকে ষষ্ঠ তলার ওই ফ্ল্যাটটিতে অভিযান চালান। এ সময় জাল টাকা প্রিন্ট করার সময় হাতেনাতে দুজনকে আটক এবং ৪২ লাখ টাকার ৫০০ ও ১ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়। জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ড্রাইপ্লেট, বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, টাকা প্রস্তুত করার কালি, কার্টিজ উদ্ধার করা হয়।

প্রতারকেরা জাল টাকাগুলো ঢাকা ও এর আশপাশের শহর এবং এলাকাগুলোতে সরবরাহ করত। এ চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত আছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওই ফ্ল্যাট থেকে জাল টাকা তৈরি চক্রের আরো কয়েকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist