প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৮

আপনজনদের খোঁজে হাসপাতালে স্বজনরা

নেপালে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ হারিয়েছেন ভাই, কেউ বোন আবার কেউবা তাদের প্রিয় সন্তান। তাদের আপনজনরা এখন শোকে স্তব্ধ, কেউ কেউ মূর্ছাও যাচ্ছেনÑএ অবস্থায় সান্ত¦না দেওয়ার ভাষাও হারিয়েছেন অনেকে। তাদের কান্নায় ভারি ছিল বারিধারার আকাশ-বাতাস। আপনজনদের সর্বশেষ অবস্থা জানতে গতকাল মঙ্গলবার সকালে অনেকে ছুটে গেছেন নেপালেও। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নেপালে পৌঁছান ৪৬ স্বজন। কাঠমান্ডুতে পৌঁছার পর তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দূতাবাসে। সেখান থেকে দূতাবাসের গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে আপনজনদের পাশে।

এদিকে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানায়, আহতদের সেখানকার তিনটি হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে ভালোভাবে। মরদেহগুলো স্বজনরা চিহ্নিত করার পর দেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সোমবার হতাহতদের প্রতিটি পরিবার থেকে একজনকে নেপালে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist