নিজস্ব প্রতিবেদক

  ০৬ জানুয়ারি, ২০১৮

২০১৮ খালেদার বছর : ফখরুল

দেশে গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ গণজাগরণ সৃষ্টির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সাল হবে খালেদা জিয়া ও বিএনপির বিজয়ের বছর।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির লড়াইটা এতো সহজ লড়াই নয়। অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ আমরা করেছি।’ এবার আন্দোলনে সফল হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের এখন জোট বাঁধতে হবে, আমাদের জেগে উঠতে হবে। মানুষকে জাগিয়ে তুলে হবে এবং মানুষকে জাগিয়ে তোলার মধ্য

দিয়ে একমাত্র গণজাগরণ সৃষ্টি করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই, ২০১৮ হচ্ছে বেগম খালেদা জিয়ার বছর, বিএনপির বছর। ২০১৮ সাল হচ্ছে জনগণের বছর, গণতন্ত্রের বছর। সেটা ইনশাল্লাহ আমরা প্রমাণ করব আন্দোলনের মধ্য দিয়ে, বিজয়ের মধ্য দিয়ে।’

দেশের মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে দলের নেতাকর্মীদের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ার আহ্বান জানান ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে ৫ জানুয়ারিকে ‘কলঙ্কের দিন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমার কাছে দুঃখ লাগছে যে, আওয়ামী লীগের জন্য এটি একটি সবচেয়ে কলঙ্কিত দিন।

‘আওয়ামী লীগের মতো একটা পার্টি যাদের দীর্ঘ একটা ঐতিহ্য আছে গণতান্ত্রিক আন্দোলনের। তারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, তাদের আজকে পুলিশ-র‌্যাব-বন্দুক-পিস্তলের সহায়তা নিয়ে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে নির্বাচন না দিয়ে। নির্বাচন দিলে পরাজয় অবশ্যসম্ভাবী হবে, ভরাডুবি হবে তাদের।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। ওই ভোটে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

এরপর থেকে প্রতিবছর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে কর্মসূচি পালন করে আসছে বিএনপি। অপরদিকে, আওয়ামী লীগ ও তার সমমনারা একে বলছে ‘গণতন্ত্র রক্ষা দিবস’।

শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করলেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশের কাছে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান ও পরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েও বিফল হয়েছে তারা।

এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সমাবেশ করার অনুমতি পুলিশ দেয়নি। আমরা পার্টি অফিসের সামনে অনুমতি চেয়েছিলাম। কালকে আমাদের একটি প্রতিনিধি দলকে ডেকে নিয়ে গিয়েছিল। তারা (ডিএমপি) বলেছে, ওইটা তো প্যাসেজ হয়ে যায়, রাস্তায় পড়ে, মেইন রোড।’

‘অথচ আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম তখন দেখলাম যে বনানী রোড, গুলশান রোড পুরো ব্লকড। তারা ট্রাক দিয়ে, বাস দিয়ে লোক নিয়ে আসছে, সেটা জায়েজ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist