বিনোদন প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০২০

কৃষিকাজকে সম্মানজনক মনে করেন জ্যোতিকা

অভিনয়ের দ্যুতি ছড়িয়ে এবার কৃষিতেও আলো ছড়াতে আসছেন ?অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। করোনাকালে সেটাই শুরু করছেন তিনি। তবে অভিনয় ছেড়ে নয়, অভিনয়ের পাশাপাশি এগ্রো ফার্মের কাজ করবেন জ্যোতি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জ্যোতিকা জ্যোতি জানান, বিভিন্ন সময়ে তিনি বলে এসেছেন, কোনো একসময় কৃষিকাজে হাত দেবেন। করোনার জন্য এ সুযোগ একটু আগেভাগেই ধরা দিল তার কাছে। ৪ আগস্ট তিনি এগ্রো ফার্মের কাজ শুরু করেছেন। ফার্মের নাম ‘খনার বচন’।

এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘গত দুই বছর নানা রকম পরিকল্পনা মাথায় কিলবিল করছিল। যান্ত্রিকতার বাইরে কী করা যায়, তা নিয়ে নিজের মতো করে একটু পড়াশোনা আর রিসার্চ করলাম। বর্তমানে বৈশ্বিক অর্থনীতি এবং আমার পেশাগত কাজের নড়বড়ে অবস্থায় বসে থেকে বিষণœ না হয়ে দ্রুত মাঠে নামলাম।’ এজন্য দুই মাস ধরে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। পুরোপুরি সব পরিকল্পনা শেষ করে এখন তিনি ব্যস্ত আছেন একটি দক্ষ কাজের দল গঠন এবং উর্বর জমি তৈরি করতে। এ কাজের জন্য তিনি বেছে নিচ্ছেন গ্রামের সেই সব মেধাবী তরুণকে, যারা ডুবে আছেন ফেসবুকের ভার্চুয়াল জগতে। তার এই ফার্মে কেউ কর্মী হিসেবে নয়, বরং সবাইকে উদ্যোক্তা হিসেবে উৎসাহিত করতে তিনি সহকর্মীদের অংশীদার হিসেবে যুক্ত করছেন। তার এ কাজে যিনি যে বিষয়ে আগ্রহী ও দক্ষ, তাকে সে বিষয়ে কাজের দায়িত্ব দিতে চান। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিকাজকেই লাভ এবং সম্মানজনক পেশা মনে করে সামনে এগোতে চান জ্যোতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close