বিনোদন প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০১৯

নিজ এলাকা মাতালেন লুইপা

বগুড়ার সন্তান সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বছরজুড়ে স্টেজ শোতে ব্যস্ত থাকলেও নিজ এলাকায় খুব কমই দেখা যায় লুইপাকে। তবে বগুড়াতে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন হলে সাধারণত লুইপাকেই চায় আয়োজক কমিটি বা দর্শকরা। গেল ১০ অক্টোবর বগুড়ার ইয়াকুবিয়া স্কুলের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর রাত ৮টায় গান গাইতে মঞ্চে উঠেন লুইপা। মঞ্চে উঠে শুরুতেই এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ইয়াকুবিয়া স্কুলের উপস্থিত সব সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে লুইফা বেশ কয়েকটি গান পরিবেশন করেন। রাত ৮টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত বিরামহীন গান গেয়ে শোনান লুইপা।

লুইপা বলেন, ‘নিজ এলাকায় গান গাওয়া যেমন আনন্দের, ঠিক তেমনি গর্বেরও। আবার অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জেরও বিষয়। ইয়াকুবিয়া স্কুলে এবারের পরিবেশনা দারুণ উপভোগ করেছি। সবাই প্রতিটি গানে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন; সেটা মনের ভেতর এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close