বিনোদন প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

মুহিনের সংগীত পরিচালনায় গাইলেন তারা

শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলের। চ্যানেলটির যাত্রার আগেই ভালো ভালো গান যেমন করা হচ্ছে; ঠিক তেমনি সেভাবেই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক মুহিন খানের সুর-সংগীতে তিনটি ভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন রাজীব, ঝিলিক ও স্বরলিপি। তিনটি গানেরই কথা লিখেছেন জামাল হোসেন। রাজীব গেয়েছেন ‘মন চুরি’, ঝিলিক গেয়েছেন ‘অবহেলা’ এবং স্বরলিপি গেয়েছেন ‘ভাবনার বাতায়নে’ গান। এরই মধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে মুহিন খানের সার্বিক তত্ত্বাবধানে।

এ বিষয়ে মুহিন খান বলেন, ‘সবাই গানগুলো গেয়েছেন যথেষ্ট আন্তরিকতা নিয়ে। আমি চেষ্টা করছি নিজের মেধাকে কাজে লাগিয়ে গীতিকবিতা বুঝে বুঝে ভালো সুর শ্রোতা দর্শককে উপহার দিতে। গানগুলো প্রকাশের পর আমি আশা করছি এগুলো সবার ভালো লাগবে এবং ভীষণ সাড়া পাব।

‘মন চুরি’ গানটি প্রসঙ্গে রাজীব বলেন, ‘এর আগে মুহিনের সুর-সংগীতে একটি গান গেয়েছিলাম। এটি তার সুর-সংগীতে আমার দ্বিতীয় গান। খুব ভালো জামাল ভাইয়ের কথায় খুব চমৎকার একটি গান হয়েছে। আশা করছি, শ্রোতা দর্শক গানটিতে মুগ্ধ হবেন।’ অবহেলা গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘খুব সুন্দর একটি গান, মেলোডিয়ান একটি গান। জামাল ভাই অবহেলা এমনভাবে প্রকাশ করেছেন; যা গানে গানে শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। মুহিন ভাই এক কথায় অসাধারণ সুর করেছেন।’

স্বরলিপি বলেন, ‘এর আগে মুহিন ভাইয়ের সুর-সংগীতে আমার গান করার সুযোগ হয়নি। তিনি অনেক যতœ নিয়ে কাজ করেন। ভাবনার বাতায়নে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

এদিকে মুহিন খান জানান, শিগগিরই গান তিনটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে একে একে প্রকাশ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close