ক্যাম্পাস ডেস্ক

  ২৪ জুন, ২০১৯

উপবৃত্তি পাবেন বিএমএড প্রশিক্ষণার্থীরাও

সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর মতো বিএমটিটিআইতে বিএমএড কোর্সে অধ্যয়নরতদেরও উপবৃত্তি দেবে সরকার। বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএমএড কোর্সে অধ্যয়নরত ১০১ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে মাসে ৫৬০ টাকা হারে উপবৃত্তি দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বিএমটিটিআইতে বিএমএড কোর্সে অধ্যয়নরত উপবৃত্তি প্রদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। ৫৬০ টাকা হারে ১০১ জন শিক্ষার্থীকে ১২ মাস উপবৃত্তি দিতে ৬ লাখ ৭৮ হাজার ৭২০ টাকা প্রদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

মাদরাসা শিক্ষা অধিদফতরের চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেট থেকে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র। ইতোমধ্যেই চিঠি দিয়ে মাদরাসা শিক্ষা অধিদফতরকে বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close