আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০২০

চীনের নেতৃত্বাধীন জোটে ইরানের সদস্যপদে সমর্থন দেবে রাশিয়া

চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা পরিষদে (এসসিও) স্থায়ী সদস্য পদ পেতে আবেদন করেছে ইরান। তেহরানের ওই আবেদনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভারত সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার মস্কোর এই অবস্থানের কথা জানিয়েছেন।

চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট এসসিও। ২০০১ সালে প্রতিষ্ঠিত জোটটিতে ২০১৭ সালে সদস্যপদ পায় ভারত ও পাকিস্তান। বাকি সদস্য দেশগুলো হলো চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, রাশিয়া ও তাজিকিস্তান। এছাড়া বর্তমানে এসসিওর পর্যবেক্ষক হিসেবে আছে আফগানিস্তান, বেলারুস, মঙ্গোলিয়া ও ইরান। আর আলোচনা সহযোগী দেশ হিসেবে রয়েছে আর্মেনিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।

২০০৮ সালে এসসিও জোটের স্থায়ী সদস্য হওয়ার আবেদন করে ইরান। গত শনিবার দিল্লিতে

এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের আবেদনে রাশিয়াসহ বেশির ভাগ সদস্য দেশের সমর্থন রয়েছে।’ এসসিও জোটের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে রাশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close