আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০১৮

রাজপরিবারকে অবমাননা বৃদ্ধের কারাদণ্ড

রাজপরিবারের সদস্যদের অবমাননার দায়ে ৭০ বছরের এক বৃদ্ধকে কারাদন্ড দিয়েছেন কম্বোডিয়ার এক আদালত। ব্যান স্যামপি নামের ওই বৃদ্ধ পেশায় একজন নরসুন্দর বা নাপিত। বৃহস্পতিবার রয়েল ইনসাল্ট ল নামের নতুন একটি আইনে তাকে এ সাজা দেওয়া হয়। চলতি বছর আইনটি কার্যকর হওয়ার পর এই প্রথম কাউকে এ আইনে সাজা দেওয়া হলো। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্যান স্যামপি নামের ওই বৃদ্ধ নিষিদ্ধ ঘোষিত বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির সদস্য ছিলেন। তিনি ফেসবুকে এমন একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি এবং তার ৪৫ বছরের কন্যা অং ভংপিককে অবমাননা করা হয়েছে। এ ঘটনায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আদালতের মুখপাত্র ইন গ্রাং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাজাকে অবমাননার দায়ে তার এক বছরের কারাদন্ড হয়েছে। তবে বাস্তবে তাকে মাত্র সাত মাস কারাভোগ করতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বসম্মতভাবে রয়েল ইনসাল্ট ল-এর অনুমোদন দেয় কম্বোডিয়ার পার্লামেন্ট।

এই আইনে রাজপরিবারের অবমাননা নিষিদ্ধ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close