নিজস্ব প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মন্ডপে মন্ডপে থাকবে সিসি ক্যামেরা

এবার ঢাকার প্রতিটি পূজামন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। দুর্গাপূজার আগে গতকাল সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় ঢাকার প্রতিটি মন্ডপ সিসিটিভির আওতায় থাকবে। আর্চওয়ের মাধ্যমে সবাইকে ঢুকতে হবে। মন্দিরে ব্যাগ, ছুরি, কাঁচি ও কোনো ধরনের থলে আনা যাবে না বলেও সবাইকে জানান তিনি।

ঢাকা শহরে মোট মন্দিরের সংখ্যা ২৩১টি। এই মন্দিরগুলোকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ শ্রেণিতে ভাগ করে সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ধানমন্ডি পূজামন্ডপ, রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ, ঢাকেশ্বরী পূজামন্ডপ, গুলশান-বনানী পূজামন্ডপ ‘ক’ শ্রেণিভুক্ত। ‘খ’ শ্রেণিভুক্ত মন্ডপ মোট পাঁচটি।

আছাদুজ্জামান বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে নাশকতার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

আজ মঙ্গলবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, চার দিন পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist