নিজস্ব প্রতিবেদক

  ১৭ মে, ২০১৯

সেনাবাহিনী প্রধান হাওয়াই যাচ্ছেন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ হাওয়াই যাচ্ছেন। ইউএস (যুক্তরাষ্ট্র) আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে তিনি পাঁচ দিনের সফরে আজ শুক্রবার হাওয়াইয়ের উদ্দেশে রওনা হবেন। তিনি হাওয়াইয়ের হুনুলুলুতে লেন্ড ফোর্সেস অব দ্য প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশনে (এলএএনপিএসি) অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘অ্যা প্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক : ইনোভেটিভ অ্যান্ড লেন্ড ফোর্সেস’। সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সেনাপ্রধান বিভিন্ন দেশের শীষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিসকাশনে অংশ নেবেন। অন্যতম বক্তা হিসেবে তিনি ‘লেন্ড ফোর্সেস ইনক্রিজড ইন্টারোপেরাবিলিটি উইথ অ্যালাইস অ্যান্ড পার্টনার্স’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।

সেনাপ্রধান ২০০৫-৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউএনএমআইএসের ফোর্স কমান্ডারের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ৫০টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সবার মাঝে তুলে ধরার জন্য তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close