চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৯

রোগী ও স্বজনদের ৫ টাকায় খাবার দিচ্ছে ‘মেহমান’

মাত্র ৫ টাকায় খাবার পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি রোগী ও তার সহায়তাকারী স্বজনরা। হাসপাতালে ভর্তি রোগী ও তার সহায়তাকারীদের ৫ টাকায় খাবার সরবরাহ করছে ‘মেহমান’ নামে একটি অলাভজনক সংগঠন। চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন কর্মজীবী তাদের ব্যক্তিগত উদ্যোগে গত ৯ মার্চ থেকে এ কার্যক্রম শুরু করেন। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি থাকেন। হাসপাতালে থাকা অতিরিক্ত রোগী ও তাদের সহায়তাকারী আত্মীয়-স্বজনদের খাবার পেতে সমস্যা হয়। এই নাজুক পরিস্থিতি দেখে ‘মেহমান’ নামে এ অলাভজনক সংগঠনটি তাদের খাবারে সহায়তা করতে এগিয়ে আসে।

জানা গেছে, প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন সন্ধ্যার পর হাসপাতালের রোগী ও তার সহায়তাকারী স্বজনদের মাঝে খাবার সরবরাহ করা হচ্ছে। গত শনিবার ১১৫, সোমবার ৯৫ ও বৃহস্পতিবার ১২০ জনকে মাত্র ৫ টাকায় খাবার সরবরাহ করা হয়েছে। শহরের মহানন্দা ক্লিনিকের স্বত্বাধিকারী মেহমান সংগঠনের সমন্বয়কারী মো. গিয়াসুর রহমান মোবিন জানান, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের রোগী ও তার সহায়তাকারীদের স্ব-উদ্যোগে সামান্য খাবারের ব্যবস্থা করছি। সপ্তাহে তিন দিন আমরা স্বেচ্ছাসেবীদের দিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের খাবার দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে প্রতিদিন হাসপাতালে খাবার সরবরাহ করতে পারি। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থেই রোগী ও তার সহায়তাকারীদের খাবার সরবরাহ করছেন বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close