পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

পীরগঞ্জে স্পিকার শিরীন শারমিনের নির্বাচনী প্রচার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া এবং মধ্যযুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের মাজার জিয়ারতের মধ্যদিয়ে গতকাল বুধবার নির্বাচনী প্রচার শুরু করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা রংপুর-২৪ পীরগঞ্জ-৬ আসনে মহাজটের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে গনসংযোগ করেন তিনি। গণসংযোগ শেষে তিনি ঝারবিছলা,হাজীপুর,দানেশ নগর,পীরের হাট মাদরাসা,জলাই ডাঙ্গা,খালীশা মিশনসহ পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব পথসভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম যাদু,উপজেলা জাসদের সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ প্রমুখ। পথ সভায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের উন্নায়ন ও দেশকে এগিয়ে নেয়ার লক্ষে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close