নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

আফজাল শরীফকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চার বছর ধরে মেরুদন্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির অভিনেতা আফজাল শরীফ। ফলে এখন আর অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কয়েকদিন পর পর থেরাপি নিতে হয়। চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে তাকে। কিন্তু এখন অভিনয় করতে না পারায় এই মোটা অঙ্কের টাকার জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। তাই প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি। এই খবর দেশের প্রায় সব গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হওয়ার এক দিন পরই প্রধানমন্ত্রীর কাছ থেকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান পেলেন আফজাল শরীফ। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফজাল শরীফের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এ অনুদান পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে আফজাল শরীফ বলেন, ‘আমি আবেগি হয়ে গেছি। কিছু বলব ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রধানমন্ত্রী একনজরে দেখেই আমাকে চিনেছেন। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ দিলেন দেশের শিল্পীদের সহায়তায় সব সময় তিনি পাশে আছেন।’

প্রধানমন্ত্রীর কাছে অনুদান চাওয়ার বিষয়টি জানিয়ে এর আগে আফজাল শরীফ জানিয়েছিলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীবান্ধব। তিনি সব সময় শিল্পীদের পাশে থেকেছেন। আশা করছি, আমার অসুস্থতা ও চিকিৎসার বিষয়টিও তিনি দেখবেন। আমি আবার আগের মতো সুস্থ থেকে কাজ করতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close