আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মে, ২০১৮

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি গির্জায় বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই শহরটির পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা হয়েছে। খবর সিএনএনের।

গতকাল সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন পুলিশ সদস্য এবং ছয়জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। তবে এ পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

একটি মোটরসাইকেলে দুজন হামলাকারী পুলিশ স্টেশনের সামনে এ হামলা চালায়। মোটরসাইকেলে একজন পুরুষ এবং একজন নারী সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার সুরাবায়া শহরের তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন মারা যান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এ হামলা চালানো হয়। হামলার পর সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী।

পুলিশ জানায়, হামলাকারীরা একই পরিবারের সদস্য মা ও বাবা, দুই মেয়ে এবং দুই ছেলে। মেয়ে দুটির একজনের বয়স মাত্র ৯, অন্যজনের ১২ বছর। ছেলে দুটির বয়স যথাক্রমে ১৬ ও ১৮ বছর। তারা সবাই স্থানীয় জঙ্গি নেটওয়ার্ক জামাহ আনসারুত দাউলার (জেএডি) সদস্য। সংগঠনটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কট্টর সমর্থক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist