মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৩ মে, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচন

ডিসেম্বরের মাঝামাঝিতে হবে

স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অক্টোবরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হবেÑ এটাই নিয়ম। এটা তো সাংবিধানিকভাবে দেশের পলিসি। যে পলিসিতে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হয়। গতকাল শনিবার দুপুরে ঘিওর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত জেলা পরিষদ টাওয়ার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে এলজিআরডিমন্ত্রী বলেন, ‘উনারা বলছেন, খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে যাবেন না। মুক্ত করার পথ কী? একজন সাজাপ্রাপ্ত, দ-প্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া। এ ছাড়া কোনো পথ নেই। আপনারা তাকে (খালেদা) মুক্ত করতে চান আইনি ব্যবস্থায় যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এতে আমাদের কী করার আছে। আমরা তো চাই-ই উনাদের (বিএনপি) নেত্রী এসে নির্বাচন করুক। খেলার মাঠে আমরা দুর্বল টিম নিয়ে কেন খেলতে যাব?’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগের নেই, সরকারেরও নেই। যদি তাকে মুক্ত করতে হয় আদালত ও আইন মুক্ত করবে। আমরা চাই, তারা নির্বাচনে আসুক।’

মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান সেলিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist