নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৮

খুলি উড়ানোর হুমকি : আসকের নিন্দা

রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের খুলি উড়ানোর হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। গতকাল সোমবার এক বিবৃতিতে আসক এ নিন্দা জানায়।

আসক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত অধিকার, সমাবেশের স্বাধীনতা ও চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক এমন আচরণ দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে কখনোই কাম্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে, যা আরো বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব ঘটাবে। একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব ও শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে এমন ব্যক্তিত্বের কাছ থেকে আরো সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে আসক। এ রকম ঘটনায় শুধু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি যথেষ্ট নয়।

গত রোববার সকাল থেকে এইচএম শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা প্রতিবছর বেতন ও ভর্তি ফি বাড়ানো বন্ধ, ইন্টার্ন চিকিৎসকদের সরকার নির্ধারিত ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় হাসপাতালের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সেখানে এসে শিক্ষার্থীদের গালিগালাজ করেন এবং খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আট দফা দাবিতে শিক্ষার্থীরা ওইদিন সকাল ৮টা থেকে হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন হাসপাতালের চেয়ারম্যান এম মকবুল হোসেন। তিনি পুলিশকে পাশে রেখে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। মকবুল বলেন, ‘ধর্মঘট করলে তার কোনো সমস্যা হবে না। বেশকটি মেডিক্যাল কলেজ বন্ধ হয়ে গেছে। তিনিও বন্ধ করে দেবেন। আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সরকার; যারা ইতরামি করবে, খুলি উড়াইয়া দেব।’ শমরিতা মেডিক্যাল কলেজের বিদেশি এক ছাত্রীকে উদ্দেশ করেও হুমকি দেন মকবুল। তবে শিক্ষার্থীরা মকবুলের হুমকিতে পিছু হটেননি। তারা শমরিতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষকে ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে দেন। বেলা পৌনে ২টার দিকে এম মকবুল হোসেন বেরিয়ে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist