reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

ইনিংস ব্যবধানে জিতে ব্যর্থতার বলয় ভাঙলো বাংলাদেশ। চতুর্থ দিন জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস টিকলো কেবল দুই সেশন।

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ। ২০১৮ সালের ডিসেম্বরে মিরপুরেই ইনিংস ও ১৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। ওই জয়ের পর থেকে অবশ্য কেবল হারছিল বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত ভাঙা জয় এলো আরেকটি ইনিংস ব্যবধানের জয়ে।

দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১৮৯ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১০৬ রানে জিতেছে মুমিনুল হকের দল।

চার্ল্টন টিশুমাকে এলবিডব্লিউ করে দলকে জয় এনে দেন তাইজুল ইসলাম। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন টিশুমা। পাল্টায়নি সিদ্ধান্ত। ৪৫০ দিন পর টেস্টে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

৭৮ রানে ৪ উইকেট নেন তাইজুল। ম্যাচে ৯ উইকেট পাওয়া নাঈম দ্বিতীয় ইনিংসে ৮২ রানে নিয়েছেন ৫টি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ২৬৫/১০ ও ১৮৯/১০ (৫৭.৩)

ম্যাসভাউর ০, কাসুজা ১০, টিরিপানো ০, টেইলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার ৩৭, মারুমা ৪১, চাকাভা ১৮, লোভু ৪, শুমা ৩, নিয়াউচি ৭*; নাইম ২৪-৬-৮২-৫, তাইজুল ২৪.৩-৭-৭৮-৪।

বাংলাদেশ : ৫৬০/৬ (১৫৪ ওভারে ইনিংস ঘোষণা)

তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউই ২৭-৩-৮৭-১, সিকান্দার ৩০-২-১১১-১, শুমা ২৫-২-৮৫-১, লোভু ৪২-৪-১৭০-২।

ফলাফল : বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী

ম্যাচ সেরা : মুশফিকুর রহীম

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও জিম্বাবুয়ে,ইনিংস ব্যবধানে জয়,টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close