reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৮

বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। দুই দিনব্যাপী সারাদেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোটগ্রহণ হবে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার রাতে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরো কিছু ভোটার বাড়বে। সে হিসেবে ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার।

ভোট দেওয়ার সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারাদেশের আইনজীবীরা তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোটগ্রহণ,বার কাউন্সিল নির্বাচন,আইনজীবীদের সংগঠন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist