reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৮

হলিউডের সেক্স স্ক্যান্ডাল : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রতিবাদ

অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে এ ইস্যু নিয়ে কথা বলবেন। হলিউডের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এ বছরের প্রথম এবং বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। খবরে জানা যাচ্ছে, টেলিভিশন এবং সিনেমার তারকারা রেড কার্পেটে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাক পরবেন। এমনিতে এ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জমকালো পোশাক পরার রীতি রয়েছে। অনুষ্ঠানের উপস্থাপক সেথ মেয়ার তার স্বাগত বক্তব্যে ইস্যুটা নিয়ে কথা বলবেন।

আমেরিকান এ কমেডিয়ান বলেছেন, মুভি মুঘল হার্ভি উইন্সটেইন এবং অন্যদের বিরুদ্ধে যে যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগ উঠেছে, সেটার আলোকেই কথা বলবেন তিনি। তিনি দ্য হলিউড রিপোর্টারকে বলেছেন, বিষয়টি নিয়ে আমি আমার স্ত্রী এবং বিভিন্ন নারীর সঙ্গে কথা বলেছি, কীভাবে বিষয়টি স্টেজে তুলে আনা যায়।

মেয়ার বলেন, আমরা সবাই একমত হয়েছি যে, এটা একটা বড় সুযোগ এ ইস্যুতে কিছু বলার। যেটা এর আগে কোনো বছরে হয়নি। সম্প্রতি হলিউডের বেশ কয়েকজন নায়িকা বলেছেন, অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের কাছে কী ধরনের যৌন হয়রানির শিকার হন। এরপর সোশ্যাল মিডিয়ায় ‘মি টু’ হ্যাশট্যাগে অনেক নারী-পুরুষ জানিয়েছেন কীভাবে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।

হ্যাশট্যাগ মি টু প্রথমে শুরু করেছিলেন সমাজকর্মী তারানা বুর্ক এবং পরে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় অভিনেত্রী আলিসা মিলানো প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের পর। বড় তারকাদের মধ্যে অভিনেতা কেভিন স্পেসি ও কমেডিয়ান লুইস সিকের বিরুদ্ধেও গত কয়েক সপ্তাহে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর মধ্যে লুইস সিকে অভিযোগ স্বীকার করে দুঃখও প্রকাশ করেছেন। ওদিকে হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও তিনি তার মুখপাত্রের মাধ্যমে সেটি অস্বীকার করেছেন।

এদিকে গোল্ডেন গ্লোবের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যদি বড় বড় তারকা যৌন হয়রানি ইস্যুতে কথা বলেন সেটা এই অনুষ্ঠানকে নতুন মাত্রা দেবে এবং অনেকেই উদগ্রীব হয়ে আছেন এই অনুষ্ঠানে পরবর্তী প্রতিক্রিয়া কী, হয় সেটা দেখার জন্য।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হলিউড,সেক্স স্ক্যান্ডাল,গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist