reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০১৯

পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। সোমবার মধ্যরাতে পিটুনির শিকার হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুরাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পিটুনি দেয়।

ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিটিয়ে হত্যা,পুলিশের সোর্স,খিলগাঁও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close