নিজস্ব প্রতিবেদক

  ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ছিনতাইকারীর উদ্দেশ্য কী ছিল?

অস্ত্রধারী ছিনতাইকারীর হাত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিনতাই হওয়া উড়োজাহাজ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শাল মুফিদুল আলম। তিনি জানান, ‘অস্ত্রধারী ওই ব্যক্তি এক পর্যায়ে আমাদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানায়।’ তবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কী বলতে চেয়েছিলেন, বিমান ছিনতাইয়ে তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।

জানা যায়, নিজের স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরেই তিনি বিমান ছিনতাইয়ের উদ্যোগ নিয়েছিলেন। তবে এ তথ্যের পক্ষে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছিনতাইকারীর নাম মাহদী বলে জানা গেছে। সে বাঙালি বলেও একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে অসংলগ্ন ও মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে বলে জানায় বিমানের ভেতরে থাকা কয়েকজন যাত্রী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান ছিনতাই,বাংলাদেশ এয়ারলাইন্স,দাম্পত্য কলহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close