reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৮

প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রশ্নফাঁস চক্রের সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইউনিট। গতকাল শুক্রবার তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্নের সমাধান দিতে কাজ করতেন। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র সমাধানচক্রে জড়িত ছিলেন তারা।

ডিএমপির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপকমিশনার মীর মোদাচ্ছের হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রেফতার করা ব্যক্তিরা পরীক্ষার হলের বাইরে ডিভাইসের মাধ্যমে প্রশ্নের সমাধান করে দিতেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব ব্যক্তির কার্যক্রম আরো খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে ছোট ইলেকট্রনিক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেফতার,প্রশ্নফাঁস,ডিএমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close