পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

পলাশে ১২০০ লিটার মদসহ আটক চার

নরসিংদীর পলাশে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (পলাশ সার্কেল) শাহরিয়ার আলমের নেতৃত্বে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- সুলতানপুর গ্রামের বিশ্বজিৎ (২৮), প্রদীপ (২৭), সুদন চন্দ্র বর্মন (২৮) ও শংকর রবিদাস (৪২)। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুর এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ব্লকরেইড দিয়ে প্রায় ১২০০ লিটার মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পলাশ,মদ,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close