সিলেট প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৮

ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক মো. ইকবাল হোসেন (২৬) চট্টগ্রামের সাতকানিয়া এলাকার শেখ আহমদের ছেলে।

শুক্রবার সকাল ১০টায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ইকবাল ওমানের রাজধানী মাসকট থেকে শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেটে আসেন। তিনি যে সিটে বসে এসেছেন, তার পাশের সিট-৩৭ জে-এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশের। ব্যাগটিতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলোর তারা উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওসমানী বিমান বন্দর,স্বর্ণের বার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist