প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ এপ্রিল, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ঈদ উপহার নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ দিলিপের নির্দেশনায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এই ঈদ উপহার বিতরণ করেন। বিতরণে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক নিম্ন আয়ের নারী-পুরুষের মধ্যে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নুডুস বিতরণ করা হয়। বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বাবুল মিয়াসহ অন্যরা। অর্থ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির বিভিন্ন এলাকার দরিদ্র ৪ হাজার মানুষের মধ্যে ব্যক্তি উদ্যোগে এক দিনে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার। রবিবার বিকেল ৪টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কের নিজ বাড়িতে এসব সামগ্রী হাতে তুলে দেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে সেমাই, চাউল, চিনিসহ নগদ অর্থ তুলে দেন তিনি।

উন্নয়ন কর্মশালা

কাহারোল প্রতিনিধি

দিনাজপুর ও রংপুর অঞ্চলের বন বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ইকো ট্যুরিজম উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের আওতায় ‘স্থানীয় পর্যায়ে দিনব্যাপী কর্মশালা’ হয়েছে। রবিবার দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ মিলানায়তনে দিনব্যাপী এ কর্মশালা হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে কমশালায় বক্তব্য দেন কাহারোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম হেলাল।

বিদুৎস্পৃষ্টে মৃত্যু

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর (৪৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই দুলাল মাতুব্বর জানান, আমার বড় ভাই শহিদুল বাড়ীতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করতে গেলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়। পরে ভাইকে অচেতন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

গরু বিতরণ

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে দারিদ্র্য বিমোচনে বন্যা কবলিত ৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ফেডারেশন চত্বরে থেতরাই ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা অর্থায়নে ১৪তম কিস্তির অনুদানে এসব গরু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলন, ইউপি সদস্য আনিছুর রহমান, সংস্থার প্রধান নিবার্হী আব্দুর রশিদ সরকার, হিসাবরক্ষক সুধাংশু চদ্র বর্মন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সামগ্রী বিতরণ

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা আধুনিক মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মিজানুর রহমানসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close