গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৫ মে, ২০২৪

গোপালগঞ্জ সদর স্কাউটসের সভাপতি হরি শংকর 

গোপালগঞ্জ সদর স্কাউটসের সভাপতি হরি শংকর বিশ্বাস (মাঝে)। ছবি: প্রতিদিনের সংবাদ 

বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গোপালগঞ্জ স্বর্ণকলী উচ্চবিদ্যালয়ে শুধু সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ৫৮২ ভোটের মধ্যে ২৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন যুগশিখা স্কুলের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পল্লী মঙ্গল ইউনাইটেট অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পেয়েছেন ২১৭ ভোট। ভোট কাস্ট হয়েছে ৪৮৮। এর মধ্যে ১০ ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার। সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাম প্রসাদ সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার অরুন মন্ডল।

সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন সরদার। এ সময় জেলা শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি মাহে আলম ও সধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড় উপস্থিত ছিলেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,স্কাউটস,সভাপতি,হরি শংকর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close