পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৫ মে, ২০২৪

চুরি হওয়া সাব মার্সিবল পাম্পসহ ২ কিশোর আটক

নেত্রকোনার পূর্বধলায় চুরি হওয়া সাব মার্সিবল পাম্প’সহ মো. বাদশা মিয়া ও আইনুল হক নামে ২ কিশোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ বিষয়ে সাব মার্সিবল পাম্প এর মালিক মোছা. হাজেরা খাতুন থানায় মোকদ্দমা দায়ের করেন।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে একটি সাব মার্সিবল পাম্পসহ কিশোরদের আটক করা হয়।

মামলার বরাত দিয়ে জানা গেছে, গ শুক্রবার সন্ধ্যায় হাজেরা খাতুনের বাসায় ভাতিজা মো. উসমান পানি উত্তোলনের পাম্পটি চালু করে ট্যাংকে পানি তোলে। পরবর্তীতে পাম্পটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যায়। একইদিন রাতে বাড়িতে গিয়ে দেখতে পায় পানির পাম্পটি নেই। এক পর্যায়ে লোকমুখে জানতে পারেন, পূর্বধলা ইউনিয়নস্থ স্টেশন রোড শহীদ মিনার সংলগ্ন পাকা রাস্তার উপরে ১টি সাব মার্সিবল পাম্পসহ ২ কিশোরকে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। পূর্বধলা থানায় জানানো হলে, চুরি যাওয়া সাব মার্সেবল পাম্পটিসহ আটককৃতদের হেফাজতে নেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনার পূর্বধলা,কিশোর আটক,পাম্প’ চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close