ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৫ মে, ২০২৪

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

ছবি: প্রতীকি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১০টায় ইউনিয়নের বর্মতোল গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন- বর্মতোলা গ্রামের দবিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫)।

পরিবারের স্বজনরা জানান, রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন বৈদ্যুতিক ফ্যান মেরামত করছিলেন। এসময় তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এদিকে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তমিজ উদ্দিন ও রবিউল ইসলামের সাত সন্তান রেখে গেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী,বিদ্যুৎস্পর্শ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close