বেলাব (নরসিংদী) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২৪

বেলাবতে অভিযোগ

চিকিৎসার ভুলে শিশুর পায়ে পচন

বর্তমানে ওই শিশুটি ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীর বেলাবতে চিকিৎসার ভুলে রৌজা নামে ১৪ মাসের এক শিশুর পায়ে পচন ধরেছে বলে অভিযোগ উঠেছে একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশুটি ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিচার চেয়ে শিশুটির বাবা বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশুটি উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি প্রধান বাড়ির তোফাজ্জল প্রধানের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে বেসরকারী বারৈচা জেনারেল হাসপাতালে ধুকুন্দি গ্রামের তোফাজ্জল হোসেন গত ২৭ মার্চ তার ছোট মেয়ে রৌজাকে ঠান্ডাজনিত কারণে চিকিৎসা করাতে নিয়ে যায়। এ সময় হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা সিফাত উল্লাহ শিশুটির নিউমোনিয়া হয়েছে বলে জানান। পরে শিশুটির পায়ে কেনোলা করা হয়। কিন্তু এর কয়েকদিন পরেই শিশুটির কেনোলার জায়গায় পচন ধরে। দিনদিন পচনের মাত্রা বাড়তে থাকে। পরে শিশুটির বাবা বিভিন্ন জায়গায় শিশুটির চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ব্যর্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি ৪দিন যাবত ওই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী প্রফেসর রোমানা পারভীনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটির পচন ধরা পায়ে প্লাস্টিক সার্জারি করতে হবে।

শিশুটির বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার সন্তানের পায়ে তারা ভুলভাবে কেনোলা করেছে। তাদের ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের পায়ে পচন ধরেছে। আমি এর বিচার চাই।’

বারৈচা জেনারেল প্রাাইভেট হাসপাতালের মালিক পক্ষের একজন আমজাত হোসেন বলেন, ‘কেনোলা করার পর বাচ্চা সম্ভবত নাড়াচাড়া করার কারণে কেনোলার স্থানে ইনফেকশন দেখা দিয়েছে। তবে কোন নার্স এই কেনোলা করেছে আমরা জানি না। বাচ্চাটির যেহেতু সমস্যা দেখা দিয়েছিল তাদের উচিত ছিল আমাদের কাছে আসা। কিন্তু তারা আসেনি।’

বারৈচা জেনারেল হাসপাতালের চিকিৎসক সিফাত উল্লাহ বলেন, ‘শিশুটির চিকিৎসা আমি করেছি এটা সত্য। নিউমোনিয়া হওয়ায় শিশুটির পায়ে কেনোলা করা হয়ছিল। কিন্তু কোন নার্স কেনোলা করেছে এটা আমার জানা নেই।’

বেলাব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন জানান, এ বিষয়ে তিনি এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্ম্দ নাজমুল হাসান বলেন, ‘আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। শীঘ্রই ওই হাসপাতালে অভিযান চালানো হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,বেলাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close