নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২৪

ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক শিশুর মৃত্যু

ছবি: প্রতীকি

ঝালকাঠিতে ঝড়ের সময় বজ্রপাতে দুই নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাঠালিয়া ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)। এরমধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা সদর উপজেলার আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বজ্রপাতে কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজিবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বজ্রপাতে মিনারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। এছাড়া পোনাবালিয়া গ্রামে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিশু ঈশানার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাতে মৃত্যু,ঝালকাঠি,বজ্রপাতে নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close