ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৪

ভেড়ামারায় বেধড়ক মারধরে আহত কিশোরের মৃত্যু  

নিহত কিশোর তামিম (১৮)। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর আহত তামিম (১৮) নামে কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তামিম ভেড়ামারা উপজেলার মোকারমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার মুন্সিপাড়ার রংমিস্ত্রি শাহিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ক্ষেমিরদিয়ার অঞ্চলের তামাক চাষী আমজাদের সঙ্গে নিহতের বাবা শাহিনের তামাকের কাঠি বাঁধার জন্য অতিরিক্ত পারিশ্রমিক নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। আমজাদ শাহিন ইসলামের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে উভয়পক্ষ বিষয়টিকে মীমাংসার পর্যায়ে নিয়ে যায়। কিন্তু ২৬ মার্চ (মঙ্গলবার) সকালে আমজাদের ছেলে ও তার ভাই মো শাহিনের নেতৃত্বে শাহীন ও তার ছেলে তামিমকে কাজে যাওয়ার পথে কুড়াল ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তামিমকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নিহত তামিমের চাচাতো ভাই রুবেল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই মারামারির সূত্রপাত। তামিম মারা যাওয়ার আগে আমি ভেড়ামারা থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা করেছি। আমরা এ ঘটনার বিচার চাই।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) লুৎফর রহমান বলেন, ‘আসামিরা সব পলাতক রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,ভেড়ামারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close