খাগড়াছড়ি প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৪

খাগড়াছড়ির অপহৃত কাঠ ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা থেকে অপহৃত কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় শনিবার (৩০ মার্চ) বিকেলের দিকে দীঘানালা থেকে রাকিব হোসেন ও সহিদুল হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঠ ব্যবসায়ীকে বাগান দেখানোর কথা বলে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় অপহৃত ব্যবসায়ীর মোবাইল থেকে ফোন করে পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর ছেলে বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপহৃত ব্যবসায়ী আমিনুল হক ভাসানী বলেন, সকালে দীঘিনালার বাসটার্মিনাল এলাকায় বাগান দেখানোর কথা মোটরসাইকেলে করে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে যায়। এই সময় চার ব্যক্তি আমাকে নির্যাতন করে টাকা দাবি করে। আমার মোবাইল নিয়ে পরিবারের সদস্যদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ চায়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close