ফরিদপুর প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু।-প্রতিদিনের সংবাদ

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর (৫০) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মেহেদী হাসান মিন্টু সদর উপজেলার ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর ও অস্থাবর এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করেছেন। এ ছাড়া অবৈধ উপায়ে এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে মামলাটি দায়ের করা হয়।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু,দুর্নীতি দমন কমিশন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close