দৌলতখান (ভোলা) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

চরশুভি প্রাথমিক বিদ্যালয়

৬ শিক্ষকের তিনজনই ছুটিতে, শিক্ষার্থীশূন্য শ্রেণিকক্ষ

ছবি: প্রতিদিনের সংবাদ

ভোলার দৌলতখানের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীশূন্য দেখা গেছে। এ সময় শিক্ষককে মোবাইলে ব্যস্ত থাকতেও দেখা যায়। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরশুভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিন জানা যায়, চরশুভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল পাকা ভবন থাকলেও শিক্ষার্থীশূন্য কক্ষ। শিক্ষক জান্নাতুল ফেরদাউস কক্ষে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। অপর এক সহকারী শিক্ষক বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। প্রধান শিক্ষক চেয়ারে বসে রয়েছেন। গুটি কয়েক শিক্ষার্থী বিদ্যালয়ের আঙ্গিনায় ছোটাছুটি করছে। বিদ্যালয়ে ৬ শিক্ষকের প্রধান শিক্ষকসহ তিনজন উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তাদের কোনো ক্লাস নেওয়া হয়নি।

প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জানান, বিদ্যালয়ে ৬ শিক্ষকের মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন সহকারী শিক্ষক নাজনিন আক্তার। বাকি সহকারী শিক্ষক সালাউদ্দিন ও জাহাঙ্গীর আলম পারিবারিক কাজে ঢাকায় আছেন।

শিক্ষকরা আপনার কাছে ছুটির জন্য লিখিত আবেদন করেছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, তারা ছুটির লিখিত কোনো আবেদন করেননি। তবে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। তাই শিক্ষক স্বল্পতা থাকায় ক্লাস নেওয়া সম্ভব হয়নি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ফোন করে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,দৌলতখান,শিক্ষার্থীশূন্য,শ্রেণিকক্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close