অভয়নগর (যশোর) প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

অভয়নগরে যুবলীগ নেতা হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

আসামি বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডের চার দিন পর আসামি বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতের দিকে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর জেলা আদালতে পাঠানো হয়।

বাবুল আক্তার উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদার পাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নিহত মুরাদের বোন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলায় স্থানীয় শাহীন ফারাজীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিরা হলেন কে এম আলী, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ ও তার ভাই আলমগীর শেখ, আজিম শেখ, রিপন গাজী, বিল্লাল হোসেন, রুহুল আমিন খাঁসহ রাসেল মিয়া।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, আসামি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার যশোর জেলা আদালতে পাঠানো হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,অভয়নগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close