reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২৪

ডুবে যাওয়ার সাত দিন পর দৃশ্যমান হলো সেই ‘রজনীগন্ধা’

ছবি : সংগৃহীত

টানা সাত দিনের মাথায় অবশেষের পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’র একাংশ দৃশ্যমান হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ ফেরিটির একাংশ জাগিয়ে তোলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এ ছাড়া ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ইতোমধ্যে সাতটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইটিএ) আরিচা অঞ্চলের যুগ্ম পরিচালক এস এম আজগর আলী।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিইটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, দুর্ঘটনার দিনই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। পরের দিন ১৮ জানুয়ারি মাওয়া থেকে আসে অপর উদ্ধারকারী হাজাজ ‘রুস্তম’। এ দুটি উদ্ধারকারী জাহাজ দিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধারকাজ শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত ফেরি থেকে ৭টি ট্রাক উদ্ধার করা হয়। এ ছাড়া ফেরিটির একাংশ উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ জাগিয়ে তোলে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নোঙর করে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের ট্রাকসহ ডুবে যায় রজনীগন্ধা। ফেরিডুবির ঘটনার দিনই কারণ অনুসন্ধান তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা,রজনীগন্ধা,ফেরিডুবি,রুস্তম,প্রত্যয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close