রংপুর ব্যুরো

  ১৫ জানুয়ারি, ২০২৪

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

ছবি: প্রতিদিনের সংবাদ

রংপুরে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি নাসরিন বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর নগরীর তাজহাট এলাকার মৃত রানা মিয়ার স্ত্রী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। গত রবিবার সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের ইনচার্জ ফারুক আলম।

এর আগে গত শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীরগাছার মৃত জালাল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৬৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, নাসরিন বেগম নামে দগ্ধ একজনে মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। হাসপাতালের বার্ন ইউনিটে গত ১৩ দিনে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসারত আছেন ৪৪ জন। যাদের প্রায় সবাই নারী ও শিশু। এরা শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। চিকিৎসাধীন রোগীদের শরীরের ১০ থেকে ৪৫ শতাংশ পুড়ে গেছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,আগুনে দগ্ধ,নারীর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close