খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

ইউপিডিএফের প্রতিবাদ

জুরাছড়িতে পাঁচজনকে নির্যাতনের বিচার দাবি

ছবি: সংগৃহীত

রাঙামাটির জুরাছড়িতে ব্যক্তিগত জমি দখলে বাধা দেওয়ায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৫ গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রবিবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচার ও আহতদের চিকিৎসার খরচসহ ক্ষতিপূরণের দাবি জানান সংগঠনের জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। ভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের ধরে নিয়ে নির্যাতন চালানো মানবাধিকরের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

ইউপিডিএফ নেতা সচল চাকমা বলেন, গত শনিবার কতিপয় ব্যক্তি জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হিমায়ন চাকমার মালিকানাধীন জমি দখলের চেষ্টা চালালে স্থানীয়রা বাধা দেন। কিন্তু এ সময় রাষ্ট্রীয় বাহিনীর কিছু সদস্য ঘটনাস্থলে এসে ভূমি দখলকারীদের পক্ষাবলম্বন করে। তারা জুরাছড়ি সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পল্লব দেওয়ান, স্থানীয় বাসিন্দা সজীব চাকমা, অনুপম চাকমা, পিন্টু চাকমা ও রন্টু চাকমাকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়।

ব্যক্তির জমি দখলসহ পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানিয়ে বলেন ইউপিডিএফ নেতা সচল।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,ইউপিডিএফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close