লালমনিরহাট প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

লালমনিরহাটে ট্রাক্টর মালিক-শ্রমিকদের বিক্ষোভ

শতাধিক ট্রাক্টর ও কয়েকশ ট্রাক্টর মালিক ও শ্রমিক জমায়েত হয়। রবিবার জেলার কালেক্টরেট মাঠ থেকে তোলা। ছবি: প্রতিদিনের সংবাদ

লালমনিরহাটে বিভিন্ন সময়ে ট্রাক্টরের (ট্রলি) বিরুদ্ধে প্রশাসনের করা জেল-জরিমানার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ট্রাক্টর মালিক ও শ্রমিকরা। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রম পালন করেন তারা। এ সময় জেলার কালেক্টরেট মাঠে শতাধিক ট্রাক্টর ও কয়েকশ ট্রাক্টর মালিক-শ্রমিক জমায়েত হয়ে সমাবেশ করেন।

সমাবেশে ট্রাক্টর মালিক সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন তার বক্তব্যে বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কাজে যখন প্রয়োজন আমাদের ট্রাক্টরের দরকার হয়। তখন এই ট্রাক্টরের বৈধতা দেওয়া যায়। আর যখন আমাদের ট্রাক্টর শ্রমিকরা পাবলিক কাজে ভাড়ায় যায় তখন সড়কে এই ট্রাক্টর অবৈধ হয়ে যায়।’

ট্রাক্টর মালিক সভাপতি রেজাউল করিম স্বপন আরো বলেন, ‘একটি ট্রাক্টরে ড্রাইভারসহ চার থেকে পাঁচজন শ্রমিক কাজ করে তাদের সংসার চালায়। এই ট্রাক্টরগুলো আছে বলেই জেলায় প্রায় সাত থেকে আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু আমাদের ট্রাক্টরের শ্রমিকরা সাধারণভাবে ভাড়ায় চালাতে গেলে এ্যাসিল্যান্ড, ইউএনও অভিযান চালিয়ে ট্রাক্টর ভাঙচুর, অগ্নিসংযোগ ও জেল জরিমানাও করেন। এতে ওই ট্রাক্টরের মালিকসহ শ্রমিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তার দাবি।’

সমাবেশ শেষে পৌর মেয়র রেজাউল করিম স্বপনের নেতৃত্বে কালেক্টর মাঠ থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি পেশ করেন।

এ সময় ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাসেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেনসহ প্রায় শতাধিক ট্রাক্টর মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close