উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে স্বেচ্ছাসেবক নিহত

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ। নিহত আবদুর রশিদ (৩০) উখিয়ার কুতুপালং ৮ নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে।
অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, সকাল ৮টার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে নিহত রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ, মঙ্গলবার ক্যাম্পে রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।