ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় তিন সড়কের পুঃননির্মাণ কাজ শুরু

প্রায় পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গুরুত্বপূর্ণ তিনটি সড়কের পুঃননির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুসসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে শহরের পোস্ট অফিস মোড় থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. লুৎফুল হাই সাচ্চু সড়ক, হালদার পাড়া বীর মুক্তিযোদ্ধ আলী আজম সড়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সড়ক (জেল রোড) পুঃননির্মাণ কাজ করা হবে। তিনটি সড়কের আড়াই কিলোমিটার নির্মাণকাজ শেষ হলে জনসাধারণের চলাচলে দুর্ভোগ কমবে।