আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ২৮ জুন, ২০২২

বিনামূল্যে বীজ ও সার পেলেন এক হাজার প্রান্তিক কৃষক

ছবি : প্রতিদিনের সংবাদ

জয়পুরহাটের আক্কেলপুরে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়েছে। উপজেলার এক হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় কৃষকপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যন জিয়াউল হক জিয়া, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আমিনসহ উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়পুরহাট,আক্কেলপুর,প্রান্তিক কৃষক,সার ও বীজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close