বেনাপোল প্রতিনিধি

  ২৪ জুন, ২০২২

কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি নারী

ছবি : প্রতিদিনের সংবাদ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার এক বাংলাদেশি নারীকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা নারী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল মালেকের মেয়ে কল্পনা বেগম (৩৪)।

কল্পনা বলেন, দেড় বছর আগে তিনি দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে যান। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দিল্লি পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের সরকারের সহযোগিতায় দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ রাজু বলেন, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য গ্রহন করেছেন।

জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, তাকে আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা বাংলাদেশি নারী যদি পাচারকারীকে সনাক্ত করতে পারে তাহলে আইনী সহায়তা দেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাকরি,পাচার,ভারত,সেফ হোম,বাংলাদেশি নারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close